ওয়ালটন কারখানায় ৩ দেশের মন্ত্রী

বাংলাদেশি ইলেকট্রনিক্স পণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন সৌদি আরব, সুরিনাম ও মালদ্বীপের তিনমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 01:25 PM
Updated : 22 Oct 2016, 01:25 PM

শনিবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় যান সৌদির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী খালেদ এফ আল ওতাইবি, সুরিনামের পরিবহন, যোগাযোগ এবং পর্যটনমন্ত্রী আন্দোজো রুসল্যান্ড এবং মালদ্বীপের অর্থ ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আশমালী।

মন্ত্রীরা কারখানা কমপ্লেক্সে পৌঁছলে অতিথিদের শুভেচ্ছা জানান ওয়ালটনের পরিচালক এসএম মাহবুবুল আলম খালিদ।

এসময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম, এসএম শাহাদাত আলম, উদয় হাকিম, আলমগীর আলম সরকার, মোহাম্মদ ইউসুফ আলী, এনায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন।

এর আগে বিদেশি মন্ত্রীরা ওয়ালটনের প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।

এছাড়া তারা ওয়ালটন কারখানা কমপ্লেক্সে রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশন, ফাউন্ড্রি অ্যান্ড কাস্টিং  প্রজেক্ট, মোল্ড অ্যান্ড ডাই সেকশন এবং অন্যান্য হোম ও  ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সের উৎপাদন প্রক্রিয়া সরেজমিন পর্যবেক্ষণ করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।