ফ্লাইটে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ নিষিদ্ধ ক্যাবের

বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে এমন বিমান সংস্থাগুলোকে মোবাইল হ্যান্ডসেট স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ব্যবহার করতে নিষেধাজ্ঞা দিয়ে একটি চিঠি দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ (ক্যাব)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 05:40 PM
Updated : 19 Oct 2016, 05:40 PM

সিভিল এভিয়েশন অথরিটির ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেসন্স বিভাগের পরিচালক জিয়া উল কবির স্বাক্ষরিত এই চিঠি গত সোমবার ২৯টি বিমান সংস্থার বাংলাদেশ প্রধানের কাছে পাঠানো হয়।

বুধবার বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি ঘটনার কারণে বিমান সংস্থাগুলোকে তাদের উড়োজাহাজে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

কোনো যাত্রী বিমানে ওই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, এমনকি লাগেজেও নিতে পারবে না। যাত্রীদের কাছে টিকিট বিক্রি করার সময় এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিতেও চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।