ব্যাংকের ‘অটো অ্যালার্ম’ আরও কার্যকরের নির্দেশ

ব্যাংকগুলোতে চুরি-ডাকাতি ঠেকাতে ‘অটো অ্যালার্ম সিস্টেম’ আরও কার্যকর করতে নতুন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2016, 05:55 PM
Updated : 16 Oct 2016, 05:55 PM

রোববার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ‘ব্যাংকের শাখাসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ’ শিরোনামের এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘অটো অ্যালার্ম সিস্টেম’ অধিকতর কার্যকর করতে এর সঙ্গে ‘অটো লক গেট’ স্থাপন করতে হবে, যাতে অ্যালার্ম বাজলে গেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং পিন কোড ছাড়া খোলা না যায়।

গত বছরের ৫ জুলাই ব্যাংক শাখার নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থা বিষয়ে এক সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

তাতে ব্যাংক স্থাপনায় চুরি, ডাকাতিসহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা ও প্রতিরোধের জন্য ত্বরিৎ পদক্ষেপ হিসেবে প্রতিটি ব্যাংক শাখায় অটো অ্যালার্ম সিস্টেম চালুর নির্দেশ দেয়া হয়েছিল।

এই সার্কুলারে সেই অটো অ্যালার্ম সিস্টেম অধিকতর কার্যকর করতে যে সব পদক্ষেপ নিতে বলা হল।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, অ্যালার্ম সিস্টেম এমন জায়গায় স্থাপন করতে হবে যাতে টেম্পারিং এর সুযোগ না থাকে। লেজার বিমযুক্ত অ্যালার্ম সিস্টেম স্থাপন করতে হবে যেন রাতেও ব্যাংক অধিকতর নিরাপত্তা বলয়ে থাকে।

অ্যালার্ম সিস্টেমের সঙ্গে মোশন ডিটেক্টর ক্লোজ সার্কিট ক্যামেরাও ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।