ম্যারিয়টের পরিচালনায় গেল লো মেরিডিয়ান

বিশ্বের অন্যতম শীর্ষ হোটেল চেইন স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টকে অধিগ্রহণ করেছে হসপিটালিটি চেইন ম্যারিয়ট ইন্টারন্যাশনাল; ফলে ঢাকায় স্টারউডের লো মেরিডিয়ান হোটেলেরও পরিচালনার ভার পেয়েছে ম্যারিয়ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 05:05 PM
Updated : 28 Sept 2016, 05:05 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লো মেরিডিয়ানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ম্যারিয়টের পোর্টফোলিওতে বিশ্বের শীর্ষস্থানীয় হোটেল ব্র্যান্ডের সংখ্যা বেড়ে ৩০টিতে দাঁড়িয়েছে। লো মেরিডিয়ান ঢাকার কর্মীরা এ পরিবর্তনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে এবং এনিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

বিশ্বের ১১০টিরও বেশি দেশে পাঁচ হাজার ৭০০টি হোটেলের ১১ লাখ কক্ষ নিয়ে ম্যারিয়ট এখন বিশ্বের সবচেয়ে বড় হোটেল চেইন। এ অধিগ্রহণ ভ্রমণ পিপাসুদের পছন্দানুযায়ী বিশ্বজুড়ে বৈচিত্র্যপূর্ণ হোটেল নির্বাচন করতে সহায়তা করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যারিয়ট এবং স্টারউডের গ্রাহকরা যেসব লয়ালিটি প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন অফার বা সুবিধা পাচ্ছেন, সে অফারগুলো উপভোগ করার জন্য তাদের বর্তমান অ্যাকাউন্টটি members.marriott.com এর মাধ্যমে যুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে।