নবায়ন না করলে ১৬০ কল সেন্টারের লাইসেন্স বাতিল

নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন না করায় বন্ধ হওয়ার হুমকিতে পড়েছে দেশের অর্ধেকের বেশি কল সেন্টার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 12:40 PM
Updated : 27 Sept 2016, 12:40 PM

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ৩০ দিনের মধ্যে নবায়নের আবেদন না করলে ১৬০টি কল সেন্টারের লাইসেন্স বাতিল করা হবে।

১৬০টি কল সেন্টারের নাম উল্লেখ করে বিটিআরসি জানিয়েছে, নিয়ম অনুযায়ী পাঁচ বছর পরপর কল সেন্টারের লাইসেন্স নবায়ন করার কথা। কিন্তু এসব প্রতিষ্ঠান মেয়াদপূর্তির পরও নবায়নের আবেদন করেনি।

“লাইসেন্সের সময় অতিক্রান্ত হওয়ায় এই কল সেন্টারগুলোর কোনো বৈধতা নেই।” 

নবায়ন না করায় এসব কল সেন্টারের অধীনে সব কার্যক্রম অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে লাইসেন্সপ্রাপ্ত কল সেন্টারের সংখ্যা ২০৩টি।

বিটিআরসি বলেছে, আগামী ৩০ দিনের মধ্যে প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নবায়নের আবেদন না করলে পরে আর নবায়নের সুযোগ থাকবে না এবং লাইসেন্স বাতিল করা হবে।