বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করবে সিলভান

বিশ্বমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের লক্ষ‌্য নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের সিলভান টেকনোলজিস লিমিটেডের সঙ্গে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক কোম্পানি এবিবি লিমিটেডের একটি চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 02:31 PM
Updated : 25 Sept 2016, 02:31 PM

রোববার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে সিলভান টেকনোলজিস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান খান এবং এবিবি লিমিটেডের মহা-ব্যবস্থাপক মোশফেক উল্লাহ রফিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বৈদ্যুতিক সরঞ্জাম এবং অটোমেশন প্রযুক্তিতে বিশ্বজুড়ে পরিচিত একটি প্রতিষ্ঠান হল এবিবি।

মোস্তাফিজুর রহমান বলেন, “এবিবির সাথে এই ধরনের চুক্তি এটিই প্রথম। এবিবির কারিগরি সহায়তায় সিলভান টেকনোলজিস লিমিটেড বিশ্বমানের মিডিয়াম ভোল্টেজ টাইপ টেস্টেড প্যানেল ও প্যানেল সংক্রান্ত যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করবে।”

প্রাণ-এর পরিচালক ইলিয়াছ মৃধা, এবিবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হরিকিষান নারায়ন, সহকারী মহা-ব্যবস্থাপক আরিফুজ্জামান কায়সার, সিলভান টেকনোলজিসের সহকারী মহা-ব্যবস্থাপক শাহাদাত হাসান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মেরাজ বিন মিজানসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।