নির্বাহী পরিচালক হলেন ছাইদুর রহমান

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 03:01 PM
Updated : 31 August 2016, 03:01 PM

তিনি বাংলাদেশ ব্যাংকে রংপুর অফিসে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ছাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অ‌্যাকাউন্টিংয়ে বিকম(অনার্স) এবং স্নাতকোত্তর শেষ করে ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে চাকরিজীবন শুরু করেন।

চাকুরির শুরু থেকে প্রায় ১০ বছর ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি।

পরে ১৯৯৯ সালে ফরেক্স রিজার্ভ অ‌্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে (এফআরটিএমডি) তিনি যোগ দেন।

মাঝখানে ছাইদুর রহমান বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ে তিন বছর দায়িত্ব পালন করেছেন।

এফআরটিএমডিতে তিনি ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিজার্ভ ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনা করেন।

এর মধ‌্যেই ২০০৮-২০০৯ সালে বিশ্বমন্দাজনিত কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের নিরাপত্তা নিশ্চিতের স্বীকৃতি হিসেবে তাকে স্বর্ণ পদকে ভূষিত করা হয়।

চাকুরিসূত্রে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, জার্মানি ইতালি,সিংগাপুরসহ বিভিন্ন দেশে রিজার্ভ ম্যানেজমেন্টের উপর বিভিন্ন সেমিনারে অংশ নিয়েছেন।

পদোন্নতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার কয়েকজন নির্বাহী পরিচালক এবং মহাব্যবস্থাপকের (জিএম) পদোন্নতি হয়েছে।