ছয় রপ্তানি পদক পেল প্রাণ

দুই অর্থবছরে জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে ছয়টি রপ্তানি পদক পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 02:46 PM
Updated : 28 August 2016, 02:46 PM

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য প্রাণের কর্মকর্তাদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২-১৩ অর্থবছরে অ‌্যাগ্রো প্রসেসিং পণ্য রপ্তানিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ তিন পদকই পেয়েছে প্রাণ গ্রুপ। এর মধ্যে প্রাণ ডেইরি লিমিটেড স্বর্ণপদক, প্রাণ অ‌্যাগ্রো লিমিটেড রৌপ্য ও প্রাণ ফুডস লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

এছাড়া ২০১১-১২ অর্থবছরেও অ‌্যাগ্রো প্রসেসিং পণ্য রপ্তানিতে প্রাণ এক্সপোর্ট লিমিটেড, প্রাণ অ্যাগ্রো লিমিটেড ও প্রাণ ফুডস লিমিটেড যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক লাভ করে।

প্রধানমন্ত্রীর হাত থেকে রপ্তানি পদক গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, প্রাণের পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ও প্রাণের প্রধান রপ্তানি কর্মকর্তা মিজানুর রহমান।

এর আগে ১৯৯৯-২০০০ অর্থবছরে অ্যাগ্রো প্রসেসিং পণ্য রপ্তানির জন্য প্রথমবারের মতো স্বর্ণ পদক পেয়েছিল প্রাণ গ্রুপ।