রিজেন্টের উড়োজাহাজে অগ্নিকাণ্ড, হুড়োহুড়িতে নারী আহত

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারের একটি উড়োজাহাজে অগ্নিকাণ্ড হয়েছে, যাতে ‘হুড়োহুড়ি’ করে নামতে গিয়ে এক নারী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 02:31 PM
Updated : 24 August 2016, 02:31 PM

আহত নারীর নাম রোজিনা ইসলাম।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন এর সিনিয়র এএসপি তানজিলা আক্তার বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই উড়োজাহাজটির নোজ হুইলে আগুন লাগে।

ইমারজেন্সি দরজা দিয়ে যাত্রীরা বের হওয়ার সময় হুড়োহুড়িতে রোজিনা ইসলাম নামের এক যাত্রী সামান্য আহত হন।

ওই দুর্ঘটনায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা পৌনে ১২টা থেকে প্রায় ৪০ মিনিট বিমান চলাচল বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন এর ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের রানওয়ে থেকে নিরাপদে বের হয়ে আসতে সহযোগিতা করে।

এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে পরিচালক জাকির হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি।