ঈগলুর উৎসব শুরু বুধবার

ক্রেতা আকর্ষণে চার দিনের একটি উৎসবের আয়োজন করেছে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ঈগলু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 12:51 PM
Updated : 23 August 2016, 07:15 PM

বুধবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে চারদিনের এই উৎসব শুরু হচ্ছে।

এতে বিভিন্ন ধরনের আইসক্রিমের পাশাপাশি ছোটদের খেলার আয়োজন, মেহেদি, ট্যাটু ও সঙ্গীত পরিবেশনা থাকছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঈগলুর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, “এই উৎসবে দেশের আইসক্রিমপ্রেমীরা বিশেষ বিশেষ আইসক্রিমের স্বাদ গ্রহণের অফুরন্ত সুযোগ পাবেন। তারা ৭০০ টাকায় নানা বৈচিত্র্যের ও স্বাদের আইসক্রিম খেতে পারবেন। উৎসবে দেশের খ্যাতনামা ব্যান্ড দল নেমেসিস, জলের গান, চিরকুট ও ইন্দালোর লাইভ পারফরমেন্স থাকবে।”

এছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে র‌্যাফেল ড্র, যাতে পুরস্কার হিসেবে এলইডি টিভি, স্মার্টফোন, বাইসাইকেল, ট্যাব ও হোম থিয়েটার রয়েছে।

উৎসবে আসতে আগ্রহী কেউ চারটি বা তার বেশি টিকেট কিনতে চাইলে তা বাসায় পৌঁছে দেওয়া হবে।

২৪ থেকে ২৭ অগাস্ট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ১ নম্বর হল ‘গুল নকশায়’ এ উৎসব হবে।