এক হাজার ‘ফায়ার ফাইটিং’ মোটরসাইকেল দিচ্ছে চীন

অগ্নি নির্বাপণ ব্যবস্থার উন্নয়নে এক হাজার ‘ফায়ার ফাইটিং’ মোটরসাইকেল দেবে চীন ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 02:28 PM
Updated : 23 August 2016, 05:55 AM

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-চীন ১৪তম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভায় এ সংক্রান্ত চুক্তি হয়।

বৈঠক শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ‌্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এ তথ‌্য জানান।

ইআরডি সচিব বলেন, “চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার গাও ইয়ানের নেতৃত্বে চীনা প্রতিনিধি দলে চীন থেকে আগত প্রতিনিধি ছাড়াও ঢাকাস্থ চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করি আমি নিজে।”

তিনি জানান, চুক্তির আওতায় চীন বাংলাদেশের অগ্নি নির্বাপণ ব্যবস্থার উন্নয়নে এক হাজারটি ফায়ার ফাইটিং মোটরসাইকেল অনুদান হিসেবে দেবে।

এর আগে চীন সরকার বাংলাদেশকে অনুদান হিসেবে ৫০টি আধুনিক অ্যাম্বুলেন্স ও বিভিন্ন ধরনের উদ্ধার যন্ত্রপাতি দিয়েছিল।

মেজবাহউদ্দিন জানান, চীন সরকার বাংলাদেশকে অনুদান হিসেবে কৃষি খাতের বিভিন্ন উপকরণ ছাড়াও আটটি মৈত্রীসেতু অনুদান হিসেবে করে দিয়েছে।

“এর মধ্যে সাতটি সেতুর কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, আর অষ্টম সেতুর কাজ চলমান রয়েছে। আরো সেতু হবে।”