নারায়ণগঞ্জ ও কুমিল্লায় স্যামসাংয়ের সার্ভিস সেন্টার চালু

বিক্রয়োত্তর সেবা আরও উন্নত করার লক্ষ্য নিয়ে দেশে নতুন দুটি সার্ভিস সেন্টার চালু করেছে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 01:57 PM
Updated : 22 August 2016, 01:57 PM

নারায়ণগঞ্জে ও কুমিল্লায় এই সার্ভিস সেন্টার দুটি উদ্বোধন করা হয়েছে বলে সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নারায়ণগঞ্জের সার্ভিস সেন্টারটির অব্স্থান ডিআইটির টোকিও প্লাজায়। কুমিল্লারটি রাণীর বাজার রোডের আলবির টাওয়ারে।

এই সেন্টারগুলো শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া বাকি সব দিনেই খোলা থাকবে।

স্যামসাং বাংলাদেশের ব্যব্স্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন ফিতা কেটে সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি গুরুত্বপূর্ণ নগরীতে সার্ভিস সেন্টার উদ্বোধনের মাধ্যমে স্যামসাংয়ের গ্রাহকদের ব্যাপকভাবে মানসম্পন্ন সেবাদানের প্রতিশ্রুতি পূরণ হলো।

স্যামসাং বর্তমানে মোট ৩৫টি সার্ভিস সেন্টার এবং ৩৯টি কালেকশন পয়েন্ট থেকে গ্রাহকদের সেবা দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।