সুগন্ধি ধান কিনতে প্রাণ ও ইরি’র চুক্তি

সুগন্ধি ধান কিনতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) সঙ্গে একটি চুক্তি করেছে খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 03:19 PM
Updated : 21 August 2016, 04:07 PM

চুক্তির আওতায় দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তালিকাভুক্ত প্রান্তিক কৃষকের কাছ থেকে আড়াই হাজার টন প্রিমিয়াম মানের সুগন্ধি ধান কেনা হবে; যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ডলার।

শনিবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউএসএআইডি আর্থিক সহায়তায় আইআরআরআই বা ইরি দরিদ্র কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে ওই অঞ্চলে সুগন্ধি ধান উৎপাদনের এ প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের তালিকাভুক্ত ৮ হাজার কৃষককে প্রযুক্তিগত ও প্রশিক্ষণগত সহায়তা দিচ্ছে ইরি।