১৫ লাখ রেফ্রিজেরেটর বিক্রির লক্ষ্য ওয়ালটনের

দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন এই বছর ১৫ লাখ রেফ্রিজেরেটর বিক্রির লক্ষ্য ঠিক করেছে, যার বাস্তবায়নে কোম্পানির ৫০ শতাংশ প্রবৃদ্ধি হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 02:10 PM
Updated : 24 July 2016, 02:10 PM

চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ৭ লাখ রেফ্রিজেরেটর বিক্রি হয়েছে বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন।

ওয়ালটনের প্রকৌশলী আল ইমরান জানান, ওয়ালটন কারখানায় রেফ্রিজেরেটর উৎপাদন বাড়ানো হয়েছে। প্রতিদিন উৎপাদন হচ্ছে ছয় থেকে ৭ হাজার রেফ্রিজেরেটর।

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, গত বছর ৯ লাখ ৬০ হাজার রেফ্রিজেরেটর বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ৯ লাখ ৬৫ হাজারটি বিক্রি হয়, যা ২০১৪ সালের তুলনায় ২১ দশমিক ৩৮ শতাংশ বেশি।

বিক্রি বাড়ার কারণ দেখিয়ে ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, “সম্প্রতি ওয়ালটন ফ্রিজে বিদ্যুত সাশ্রয়ী ইন্টিলিজেন্ট ইনভার্টার যুক্ত হয়েছে। এর ফলে দেশ-বিদেশের বাজারে ওয়ালটন ফ্রিজের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।”