‘খাদ্য ক্যাটাগরিতে ভোক্তাদের পছন্দে এগিয়ে ফ্রেশ’

টানা দ্বিতীয়বারের মতো খাদ্যপণ্য ক্যাটাগরিতে ‘ফ্রেশ’ ব্র্যান্ডের পণ্যগুলো ভোক্তার পছন্দতালিকার শীর্ষে রয়েছে বলে একটি পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2016, 01:38 PM
Updated : 20 July 2016, 01:38 PM

স্পেনভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কান্তার ওয়ার্ল্ড প্যানেল এর ‘ব্র্যান্ড ফুটপ্রিন্ট স্টাডি’ শীর্ষক প্রতিবেদনের বরাত দিয়ে এই দাবি করছে ফ্রেশ ব্রান্ডের বাজারজাতকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ।

বুধবার মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেনিট্রেশন, ফ্রিকোয়েন্সি এবং কনজ্যুমার রিচ পয়েন্ট এই তিনটি তথ্যের ভিত্তিতে কান্তার ওয়ার্ল্ড প্যানেল প্রতি বছর এমন প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের প্রায় প্রতি আড়াইটি পরিবারের মধ্যে একটি পরিবার কোনো না কোনো ফ্রেশ এর পণ্য ব্যবহার করছে।

ফুড ক্যাটাগরিতে কোকোলা, মার্কস, ম্যাগি ও তীর ব্র্যান্ডও পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছে।