গুলশান হামলায় শোক জাপান-বাংলাদেশ চেম্বারের

গুলশানে ভয়াবহ হামলায় শোক জানিয়েছে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স (জেবিসিসিআই)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2016, 06:26 AM
Updated : 31 July 2016, 07:17 PM

সোমবার এক শোকবার্তায় সংগঠনটি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, “জীবনের এই অপূরণীয় ক্ষতি আমাদের হৃদয়েও রক্তক্ষরণ ঘটাচ্ছে।”

শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে ছয় বন্দুকধারী হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। বিদেশি নাগরিকদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি ও একজন ভারতীয়।

পরদিন সকালে কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কটের অবসান হয়, সে সময় ছয়জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজনকে হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

সেদিনের হামলায় নিহত ‘জাপানি বন্ধুরা’ বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছিলেন জানিয়ে জেবিসিসিআই তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘ঘৃণ্য ও কাপুরোষোচিত’ হামলার তীব্র নিন্দা জানায়। 

জঘন্য ওই হামলা দুই দেশের ‘দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে’ ক্ষতিগ্রস্ত করার বদলে ‘আরও শক্তিশালী’ করবে বলে মত তাদের।  

“দুই দেশের মানুষের সংহতির উপর দাঁড়িয়ে বিষাদময় এই ঘটনা কাটিয়ে উঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই আমাদের আশাবাদ,” বলা হয় বিবৃতিতে।