২, ৩, ৪ জুলাই বাণিজ্যিক এলাকার ব্যাংকে লেনদেন চলবে

ঈদের আগে ১ জুলাই থেকে ছুটি শুরু হলেও ২, ৩ ও ৪ তারিখ ব্যবসায়ীদের সুবিধার্থে কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 07:47 AM
Updated : 28 June 2016, 10:49 AM

এর মধ্যে দেশের সব বাণিজ্যিক এলাকা ও বড় বিপণী বিতান সংলগ্ন ব্যাংক শাখায় টাকা তোলা ও জমা দেওয়া যাবে।

আর পোশাক শিল্পঘন এলাকার ব্যাংক শাখাগুলোতে নিয়মিত লেনদেনের পাশাপাশি অন্যান্য কার্যক্রমও চলবে। 

ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দাবিতে সাড়া দিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর আগে পোশাক শিল্প এলাকার ব্যাংক শাখাগুলো কেবল ২ ও ৩ জুলাই খোলা রাখতে বলেছিল বাংলাদেশ ব্যাংক।

তবে বাণিজ্যিক এলাকা ও বড় বিপণী বিতান সংলগ্ন ব্যাংকের কোন কোন শাখা খোলা রাখার প্রয়োজন হবে তা ব্যাংকগুলো নিজেরা ঠিক করবে বলে মঙ্গলবারের সার্কুলারে বলা হয়।

পাশাপাশি সাপ্তাহিক ও সরকারি ছুটির এসব দিনে কাজের জন্য কর্মকর্তা/কর্মচারীদের ‘যুক্তিসঙ্গত ভাতা’ দিতেও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।