৪ জুলাই ব্যাংকও বন্ধ

রোজার ঈদ সামনে রেখে শবে কদরের পরদিন ৪ জুলাই সোমবার সব সরকারি-বেসরকারি ব্যাংকও বন্ধ থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 08:25 AM
Updated : 26 June 2016, 08:28 AM

তবে ২ ও ৩ জুলাই তৈরি পোশাক শিল্পঘন এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার এক সার্কুলারে সব ব্যাংকের প্রধানকে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ৬ জুলাই বুধবার ঈদ ধরে এবার ৫, ৬ ও ৭ জুলাই রোজার ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই রোববার শবে কদরের ছুটি। তার আগে দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত ছুটি শুরু হচ্ছে ১ তারিখ থেকেই।

আবার ঈদের ছুটি শেষে ৮ ও ৯ জুলাই শুক্র ও শনিবার। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটি কাটানোর পথে বাধা ছিল কেবল ৪ জুলাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাইও ছুটি ঘোষণা করলে সে বাধাও কেটে যায়। এর পরিবর্তে সরকারি চাকরিজীবীদের ১৬ জুলাই শনিবার অফিস করতে বলা হয়।

ঈদে টানা নয় দিন সরকারি ছুটি হলেও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে ৪ জুলাই ছুটি প্রযোজ্য হবে কি না- সে বিষয়ে বিভ্রান্তি ছিল। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে তার অবসান হল।

অর্থাৎ, ৪ জুলাই ব্যাংককর্মীরাও ছুটি কাটাবেন। ঈদের পর ১০ জুলাই প্রথম অফিস করবেন সবাই। সরকারি অফিসের মতো ১৬ জুলাই শনিবারও সব ব্যাংক খোলা থাকবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

২ ও ৩ তারিখে পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যারা দায়িত্ব পালন করবে তাদের ‘যথাযথ সম্মানি’ দিতেও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।