এসএমইতে কর মুক্ত আয়ের সীমা বাড়ছে

নতুন অর্থবছরের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোগে বার্ষিক কর অব্যাহতির সীমা ৩০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2016, 04:48 PM
Updated : 2 June 2016, 04:48 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এ প্রস্তাব করেন তিনি।

প্রস্তাবটি পাস হলে এসএমই খাতের কোনো উদ্যোক্তা বছরে ৩৬ লাখ টাকার কম বিক্রি করলে তাকে কোনো আয়কর দিতে হবে না।

বাজেট বক্তৃতায় এসএমই উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে স্বল্প সুদে ঋণ প্রদান কার্যক্রম অব্যাহত রাখার প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী মুহিত।