পোশাক শিল্পের করপোরেট কর কমছে

তৈরি পোশাক শিল্প মালিকদের উপর আরোপিত করপোরেট কর কমছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2016, 01:01 PM
Updated : 2 June 2016, 01:13 PM

জাতীয় সংসদে বৃহস্পতিবার উত্থাপিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ খাতের করপোরেট করহার ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, “তৈরি পোশাক শিল্প বাংলাদেশের প্রধান রপ্তানিখাতগুলোর মধ্যে অন্যতম। জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে এই খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে তৈরি পোশাক খাতের গুরুত্ব বিবেচনা করে এই খাতটিকে সব সময় উল্লেখযোগ্য কর সুবিধা দেওয়া হয়েছে। তার ধারাবাহিকতায় তৈরি পোশাক শিল্প খাতের করপোরেট করহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করছি।” 

২০১৪-১৫ অর্থবছর থেকে তৈরি পোশাক শিল্পে ৩৫ শতাংশ হারে করপোরেট কর আদায় করা হচ্ছে। এর আগে ২০০৫ থেকে ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত সরকার বিশেষ বিবেচনায় এই করহার ১০ শতাংশে রেখেছিল।

পরের বাজেটে তৈরি পোশাক শিল্প খাতের সক্ষমতা বেড়েছে বিবেচনায় নিয়ে করপোরেট করহার অন্য খাতের সমান করা হয়।

তবে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার স্বার্থে এবং কাঁচামাল ও শ্রমের মূল্য বাড়ানোসহ বিভিন্ন যুক্তি দেখিয়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ করপোরেট কর ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছিল।