ওয়ালটনের নতুন স্মার্টফোন ’প্রিমো জেডএক্স টু লাইট’

চতুর্থ প্রজন্মের প্রযুক্তি সুবিধা নিয়ে নতুন স্মার্টফোন বাজারে এনেছে বাংলাদেশি কোম্পানি ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 05:34 PM
Updated : 29 May 2016, 05:34 PM

রোববার মতিঝিলে ওয়ালটনের মিডিয়া কনফারেন্স হলে ‘প্রিমো জেডএক্সটু লাইট’ নামের মোবাইলটির উদ্বোধন করেন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানান হয়, ফোনটির বিশেষ দিক হচ্ছে ৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, কার্ভ গ্লাস, ফোরজি সাপোর্ট নেটওয়ার্ক, দীঘস্থায়ী ব্যাটারি। আরও রয়েছে ডুয়েল সিম ও ডুয়েল স্ট্যান্ড বাই ফোরজি নেটওয়ার্ক; ওয়াইফাই, ব্লুটুথ, ওটিজি, ওটিএ, ওয়ারলেস ডিসপ্লে, ওয়াইল্যান হটস্পটসহ অনেক সুবিধা।

দাম ধরা হয়েছে ২৭ হাজার ৯৯০ টাকা।

ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আরিফুল হক রায়হান বলেন, উচ্চ প্রযুক্তির ফোর-জি সাপোর্টেড এন্ড্রয়েড স্মার্টফোন ’প্রিমো জেডএক্স টু লাইট’। ফোনটিতে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫০২০ এ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। থাকছে চতুর্থ জেনারেশন কর্নিং গরিলা গ্লাস; ২.৫ ডি কার্ভ গ্লাস, ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম, উচ্চ ক্ষমতার ৬৪ বিট সম্পন্ন ১.৩ গিগাহার্জ বিশিষ্ট শক্তিশালী অক্টাকোর প্রসেসর ও দ্রুত গতির ৩ জিবি র‌্যাম।

সর্বোচ্চ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এই স্মার্টফোনের হোম বাটনে রয়েছে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি। আনলক করতে পয়েন্ট ফাইভ সেকেন্ডেরও কম সময় লাগবে; প্যাটার্ন লক অথবা পাসওয়ার্ডের ঝামেলা পোহাতে হবে না।

সমমানের ছবির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল অটো-ফোকাস রিয়ার ক্যামেরা। সুপার সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরায় রয়েছে বিএসআই সেন্সর (ব্যাকসাইড ইলিমুনেশন)। যুক্ত হয়েছে আল্ট্রা পিক্সেল মুড। এতে খুব কম আলো বা অন্ধকারেও ৮০ মেগাপিক্সেল রেজ্যুলেশনের ছবি তোলা যাবে।

অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এম মাহমুদুল হক, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর আশিক আল মামুন, মোবাইল ফোনের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হাসান হেলাল, মিডিয়া এ্যডভাইজার এনায়েত ফেরদৌসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।