রোজা ও ঈদকে সামনে রেখে মার্সেলের নতুন প্রযুক্তির ফ্রিজ

রোজা ও ঈদকে সামনে রেখে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা বাড়ার বিষয় বিবেচনায় নিয়ে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে মার্সেল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 05:34 PM
Updated : 26 May 2016, 05:34 PM

এর অংশ হিসাবে বাজারে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ ছাড়া হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইলেকট্রনিক্স পণ্যের এই কোম্পানি।

এতে বলা হয়, “রমজান মাস শুরু হতে আর কয়েকদিন বাকি, তারপরই ঈদ। প্রতিবছরই রোজা ও ঈদ উপলক্ষ্যে সারা দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা ও বিক্রি বাড়ে।

“তুলনামূলক গরম কিছুটা বেশি হওয়ায় এবার ফ্রিজ, এসির বিক্রি অনেক বাড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা। সেইসঙ্গে বিনোদনের প্রধান মাধ্যম টেলিভিশন এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সও এসময়ে ব্যাপক বিক্রি হয়। বাড়তি চাহিদা মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রেখেছে মার্সেল।”

দেশীয় ব্র্যান্ডটির পক্ষ থেকে আরও বলা হয়, “রোজাও ঈদ উপলক্ষে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের বাড়তি চাহিদার সিংহভাগ নিজেদের দখলে নিতে কারখানায় বাড়ানো হয়েছে উৎপাদন। গড়ে তোলা হয়েছে পর্যাপ্ত মজুদ। বাজারে ছাড়া হচ্ছে নতুন নতুন মডেলের পণ্য।”

.

মার্সেল পণ্য বিক্রিতে প্রতিমাসে ধারাবাহিকভাবে প্রায় ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে বলে জানানো হয় বিবৃতিতে।

সামনে রোজা এবং ঈদ হওয়ায় ফ্রিজ, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ব্লেন্ডার, রাইস কুকার, ইন্ডাকশন কুকারসহ ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সের চাহিদা আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।