বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন

বিসিএস টেলিকম ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সদস্য মো. কবির হোসেন ভূঁঞা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 02:07 PM
Updated : 25 May 2016, 02:07 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রায় একমাস আগে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দীন আহমদ চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কবির হোসেন ১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে বিএসসি ডিগ্রি লাভ করেন।

পরের বছর তিনি বিসিএস (টেলিকম) ক্যডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে সযোগ দেন।

কবির হোসেন ১৯৯২ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০০৩ সালে পরিচালক, ২০১০ সালে প্রধান কর্মাধ্যক্ষ এবং ২০১৫ সালের ২৮ ডিসেম্বর থেকে বিটিসিএলের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

কবির হোসেনের জন্ম ১৯৫৯ সালে কুমিল্লায়।