কোমল পানীয় স্প্রাইটের নতুন স্বাদ বাজারে

কোমল পানীয় স্প্রাইট দেশের বাজারে নিয়ে এসেছে নতুন লেমন ফ্লেভার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 03:43 PM
Updated : 3 May 2016, 03:43 PM

সম্প্রতি ঢাকার একটি হোটেলে পণ্যটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, স্প্রাইটের লেমন-লাইম টেস্টের পাশাপাশি অম্লতার মাত্রা ও খনিজ-জলের গুণমান বজায় থাকবে। ফলে ভোক্তাদের শরীর-মন ফুরফুরে হয়ে উঠবে। নতুন এই স্প্রাইটে ভোক্তারা সুস্বাদু কোমলপানীয়ের সব ধরনের স্বাদই পাবেন।

১৯৬১ সালে চালু হওয়া স্প্রাইট বিশ্বের ১৯০টিরও বেশি দেশের বাজারে জনপ্রিয় কোমল পানীয়। বিশ্বব্যাপী কোমলপানীয়ের বাজারে বর্তমানে স্প্রাইট তৃতীয় স্থানে রয়েছে বলে কোম্পানিটির দাবি।

অনুষ্ঠানে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান বলেন, “এ বছরে নতুন স্বাদের স্প্রাইট নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

“এতে স্প্রাইটের লেমন-লাইম টেস্ট যেমন রয়েছে তেমনি অম্লতার মাত্রা ও খনিজ-জলের গুণমানও সঠিক রয়েছে, যা পান করে ভোক্তারা চনমনে ও সতেজ হয়ে উঠবেন।”