সিম্ফোনির ‘রোয়ার ৭৯’ কিনলে বাংলালিংকের ডেটা

মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফোনির রোয়ার ই৭৯ মডেলের সেট কিনলেই গ্রাহকরা বিনামূল্যে পাবেন দেড় হাজার টাকার ডেটা প্যাকেজ।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 11:39 AM
Updated : 3 May 2016, 01:54 PM

তিন হাজার ১৯০ টাকা দামের এই স্মার্টফোনটি সিম্ফোনি ও বাংলালিংক আউটলেটে পাওয়া যাবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলালিংক।

সম্প্রতি গুলশানে বাংলালিংক-এর প্রধান কার্যালয়ে এই নতুন হ্যান্ডসেট বাজারজাতের ঘোষণা দেওয়া হয়।

এ সময় বাংলালিংক সিসিও শিহাব আহমাদ, হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস ম্যানেজার শিবলী সাদিক এবং সিম্ফোনির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, এজিএম মো. শিহাব উদ্দিন চৌধুরী। 

বাংলালিংক জানিয়েছে, যেকোনো বর্তমান বা নতুন প্রিপেইড, কল অ্যান্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা এই দেড় হাজার টাকা মূল্যের আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন।

এজন্য গ্রাহকদের “roar79”  লিখে ৪৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এই বান্ডেলে থাকছে ৩ মাসে মোট ৬ জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। অফারের প্রথম মাসে গ্রাহকরা পাবেন বিনামূল্যে ২ জিবি ইন্টারনেট ব্যবহার সুবিধা, যার মেয়াদ ৩০ দিন।

রোয়ার ই৭৯ মডেলের ডুয়েল কোর প্রসেসরের এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি স্ক্রিন, ৪ জিবি রম, ৫১২ মেগাবাইট র‌্যাম, ১৪০০ এমএএইচ ব্যাটারি।

এছাড়া দুই এমপি ও শূন্য দশমিক ৩ এমপির ব্যাক ও ফ্রন্ট ক্যামেরাও রয়েছে তাতে।