ক্যান্টন ফেয়ারে ওয়ালটন

ক্যান্টন ফেয়ারে ওয়ালটন সারাবিশ্বের ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে বলে দাবি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 05:08 PM
Updated : 28 April 2016, 05:08 PM

ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশের ক্রেতারা ওয়ালটন পণ্যের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের প্রধান রকিবুল ইসলাম রাকিব।

ওয়ালটন আশা করছে, মেলায় সবচেয়ে বড় রপ্তানি আদেশ আসতে পারে অস্ট্রেলিয়া থেকে। সেখানকার ওমেগা প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশে আসছেন। কারখানা পরিদর্শন করে রপ্তানি আদেশে দেবে তারা।

আমেরিকার মিচা লুইচ কোম্পানির মালিক মিচাও ওয়ালটন কারখানা পরিদর্শন করবেন বলে জানিয়েছে তারা।

ক্যান্টন ফেয়ারকে বলা হয় দুনিয়ার সবচেয়ে বড় বাণিজ্য মেলা। চীনের গুয়াংজু শহরে বছরে দুই বার অনুষ্ঠিত হয় ওই মেলা। স্থানীয়ভাবে এই মেলাকে বলা হয় ‘চায়না এক্সপোর্ট ইমপোর্ট ফেয়ার’।

ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের প্রধান রাকিব বলেন, ক্যান্টন ফেয়ারে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া ও আফ্রিকার অসংখ্য ক্রেতা ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। কয়েক মাসের মধ্যে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পাওয়া যাবে বলে আশা করছি।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, “ক্যান্টন ফেয়ারের মাধ্যমে ওয়ালটনের এবং বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ অনেক বেড়ে গেছে। বিশ্বব্যাপী বাংলাদেশি ব্র্যান্ডের বাজার সম্প্রসারণে এই মেলা কাজে দেবে।”