ঢাকায় জমি পেল ‘জয়িতা’

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অবদান রাখা জয়িতা ফাউন্ডেশনকে ঢাকায় এক বিঘা জমি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2016, 11:36 AM
Updated : 27 April 2016, 11:36 AM

সচিবালয়ে বুধবার ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের চেয়ারপার্সন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির কাছে জমির মালিকানা ও দখল সংক্রান্ত দলিল হস্তান্তর করেন।

ধানমণ্ডি ২৭ নম্বর রোডের এই জমিতে বর্তমানে একটি একতলা থাকলেও সেখানে তিনটি বেজমেন্টসহ ১৪ তলা ভবন নির্মাণ করে দেবে সরকার।

নতুন ভবনে নারী উদ্যোক্তাদের পরিচালিত জয়িতা বিপণনকেন্দ্র, প্রশিক্ষণ, হোস্টেল সুবিধা, শিশু দিবাযত্নকেন্দ্র ও ফাউন্ডেশনের সদর দপ্তর থাকবে বলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, “জমি দেওয়ার মাধ্যমে দেশের সকল জয়িতাদের একটি স্থায়ী ঠিকানা হলো।”

পর্যায়ক্রমে জয়িতার কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।

জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণন ও বিক্রি করা হচ্ছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত ১৮০টি সমিতির মধ্যে ধানমণ্ডি রাপা প্লাজার দুটি ফ্লোরে ১৪০টি স্টলে এসব পণ্য বিক্রি হচ্ছে।