টিভি কেবল সেবা ‘জাদু ডিজিটালের’ যাত্রা শুরু

ঝকঝকে ছবি ও নির্বিঘ্ন সেবার প্রতিশ্রুতি নিয়ে এসডি ও এইচডি সেট টপ বক্সসহ ডিজিটাল কেবল সার্ভিস নিয়ে এল জাদু ডিজিটাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2016, 04:56 PM
Updated : 26 April 2016, 04:56 PM

শনিবার ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নতুন এই স্যাটেলাইট সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, হাই ডেফিনিশন প্রিমিয়াম টিভি সার্ভিস এবং ইন্টারনেটভিত্তিক সেবা নিয়ে সারাদেশে ডিজিটাল কেবল সার্ভিসের বিপ্লব ঘটাতে এই কেবল সার্ভিস চালু করা হয়েছে। গ্রাহকদের জন্য যুগান্তকারী বিনোদন এবং কমিউনিকেশন এক্সপেরিয়েন্স নিশ্চিত করাই জাদু ডিজিটালের লক্ষ্য।

জাদু ডিজিটালের এই সেবায় থাকছে এসডি ও এইচডি সেট টপ বক্স, যা দিয়ে ২৩০টিরও বেশি ডিজিটাল চ্যানেল দেখতে পাবেন গ্রাহকরা।  

এতে আরও থাকছে জাদু সেভার, জাদু ভ্যালু, জাদু সুপার এইচডি ও জাদু প্রিমিয়াম এইচডি নামে চারটি প্যাকেজ। গ্রাহকরা যে কোনো একটি প্যাকেজ নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।

বর্তমান কেবল অপারেটরদের সহযোগিতায় গ্রাহকরা এই সার্ভিস উপভোগ করতে পারবেন।

গ্রাহকরা ভিডিও রেকর্ডিং, ভিডিও অন ডিমান্ড, ইলেক্ট্রনিক প্রোগ্রাম গাইড, হাই-স্পিড ইন্টারনেট ও আইপি টেলিফোনের মতো বিভিন্ন ইন্টারনেটভিত্তিক সার্ভিস এবং ২৪ ঘণ্টা ওয়ার্ল্ড ক্লাস কল সেন্টার সাপোর্ট পাবেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যান আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।