প্রাইম ব্যাংকের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2016, 04:42 PM
Updated : 26 April 2016, 05:03 PM

মঙ্গলবার বেসরকারি খাতের এই ব্যাংকটির ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২৬ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০১৫ সালের জন্য শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

রাজধানীর কেআইবি মিলনায়তনে এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী। নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপার্সন নাসিম আনোয়ার হোসেন সভায় উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে ছিলেন পরিচালক মো. নাদের খান, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, মেরিনা ইয়াসমিন চৌধুরী, মাফিজ আহমেদ ভূঁইয়া, সালমা হক,  শাহাদাত হোসেন, ওয়াহিদ মুরাদ জামিল, মো. মুশতাক আহমেদ তানভীর (তিতাস) এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।