প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি কামরুন নাহার

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বেগম কামরুন নাহার আহমেদকে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 11:15 AM
Updated : 6 March 2016, 04:00 PM

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এক আদেশে জানিয়েছে, ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত ব্যাংকের দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। কামরুন নাহার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। 

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসা মোশাররফ হোসেন চৌধুরীকে এর আগে ৮ ফেব্রুয়ারি ওই পদ থেকে সরিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করা হয়।

একই আদেশ হয়েছে উপব্যবস্থাপনা পরিচালক পদেও। ওই দায়িত্বে থাকা মো. লুৎফর রহমানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ফিরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন যুগ্ম সচিব মো. সেলিম রেজা।

২০১১ সালের ২০ এপ্রিল প্রবাসী কল্যাণ ব্যাংক যাত্রা শুরু করলেও ব্যাংকিং শুরু হয় ওই বছর ডিসেম্বরে। বিদেশগামী কর্মীদের ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হয় এই ব্যাংক থেকে।