গ্রাহকদের ফ্রি স্পন্সরড ইন্টারনেট দেবে রবি

মোবাইল ফোন অপারেটর রবি দেশে প্রথমবারের মত নিয়ে এসেছে ফ্রি স্পন্সরড ইন্টারনেট অফার। আর এতে সহায়তা দিচ্ছে মোবাইল প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইউটোপিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 04:01 PM
Updated : 10 Feb 2016, 04:01 PM
রবি ইউটোপিয়া মোবাইলের ওপেন মার্কেটিং প্লাটফর্ম ‘ফোনপাসের’ মাধ্যমে বিনামূল্যের এই সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।   

রবি নাম্বার থেকে ‘রবি ডট ফোনপাস ডট মোবি’ (robi.fonepass.mobi) লগইন করে বিনামূল্যে স্পন্সরড ইন্টারনেট অফারটি উপভোগ করা যাবে।

এই অফারের আওতায় বিনু, বিক্রয়ডটকম, ট্যাক্সিওয়ালা, পিবাজার এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্রাউজ করতে পারবেন গ্রাহকরা।

ফোনপাস প্রসঙ্গে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যঁ মাইকেল আর্নড শানুট বলেন, “রবির প্রধান লক্ষ্য হচ্ছে সারাদেশে সকল স্তরের গ্রাহকদের জন্য ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া।”

ফোনপাস ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করবে বলেও তাদের প্রত্যাশা।

ইউটোপিয়া মোবাইলের সিইও সন্দীপ গাঙ্গুলি বলেন, “যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্য ফোনপাস যেমন একটি সুযোগ তৈরি করেছে, আবার যারা ইন্টারনেট ব্যবহার করেন তারাও আরও বেশি কন্টেন্ট ব্যবহারের সুযোগ পাবেন। এর ফলে রবির ইন্টারনেট ব্যবহারকারী ও ইন্টারনেট ব্যবহার করেন না এমন গ্রাহকদের মধ্যে একটি সমন্বয় তৈরি হবে।”