‘দ্বিগুণ হচ্ছে’ বিটিআরসি প্রধান ও কমিশনারদের বেতন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো কার্যকরের পর বাড়ছে বিটিআরসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কমিশনারদের বেতন।

শামীম আহমেদ জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 12:14 PM
Updated : 9 Feb 2016, 03:16 PM

মঙ্গলবার ৯০ শতাংশ বাড়িয়ে নতুন বেতন নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

এর মধ্য দিয়ে প্রায় ১০ বছর পর এই পদগুলোতে নতুন বেতন নির্ধারণের সুপারিশ এল। সর্বশেষ ২০০৬ সালে তাদের বেতন বেড়েছিল।

প্রস্তাবে ঘোষিত পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিটিআরসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কমিশনারদের মোট বেতন থেকে ৯০ শতাংশ বৃদ্ধি ধরে যথাক্রমে এক লাখ ৭১ হাজার, এক লাখ ৪২ হাজার ৫০০ এবং এক লাখ ২৩ হাজার ৫০০ টাকা নির্ধারণের অনুরোধ করা হয়েছে।

এতদিন বেতন ও বাড়িভাড়া মিলিয়ে বিটিআরসি প্রধান ৯০ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান ৭৫ হাজার টাকা এবং কমিশনাররা ৬৫ হাজার টাকা পেয়ে আসছিলেন।

গত বছরের জুন মাসে চেয়ারম্যান ও কমিশনারদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পুনঃনির্ধারণ করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠায় বিটিআরসি।

সেই আবেদনে সাড়া পেতে সময় লেগেছে আট মাস।

জাতীয় বেতন স্কেল ঘোষণার আগে পাঠানো ওই চিঠিতে বলা হয়, বেতন স্কেল বাস্তবায়িত হলে গ্রেড-১ ভুক্ত কর্মকর্তাদের বেতন ভাতাদি ২০০৫ এর বেতন স্কেলের চেয়ে ২৪৮% বৃদ্ধি পাবে।

চিঠিতে বেতন ও বাড়িভাড়া মিলে চেয়ারম্যানের জন্য তিন লাখ ১৫ হাজার, ভাইস-চেয়ারম্যানের জন্য দুই লাখ ৪০ হাজার এবং কমিশনারদের জন্য দুই লাখ ১৫ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করে বিটিআরসি।

তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সুপারিশকৃত বেতন বিটিআরসির প্রস্তাবের অর্ধেকেরও কম।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘোষিত পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিটিআরসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কমিশনারদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে।”

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের পর প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই নতুন বেতন কার্যকর হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “এজন্য কিছুটা সময় প্রয়োজন হবে।”  

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো গত বছর সেপ্টেম্বরে অনুমোদন করেছে সরকার, যাতে বেতন বেড়েছে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ।