রাজধানীতে পাটপণ্যের মেলা

রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে পাটজাত পণ্যের মেলা ‘সুইচ টু জুট’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 06:54 PM
Updated : 5 Feb 2016, 06:54 PM

শুক্রবার শুরু হওয়া এই মেলা রোববার পর্যন্ত চলবে; খোলা থাকবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বিকাল ৩টায় কেয়ার বাংলাদেশ এর পরিচালক আনোয়ারুল হক মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মানির রাষ্ট্রদূত ডা. থমাস প্রিন্জ। বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিনিধিও ছিলেন অনুষ্ঠানে।

কেয়ার বাংলাদেশ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের ১৭ জন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছেন। এতে তাদের বিভিন্ন পাটজাত পণ্য প্রদর্শনীর পাশাপাশি বিক্রি করা হচ্ছে।

মেলার সার্বিক আয়োজনে রয়েছে সুইচ-এশিয়া জুট ভ্যালু চেইন প্রকল্প এবং অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক সংস্থা কেয়ার ১৯৪৯ সালে যাত্রা শুরু করে। কেয়ার বাংলাদেশ কেয়ার এর একটি অন্যতম বৃহৎ এবং পুরানো অঙ্গ। ১০০টির বেশি অংশীদার ও লক্ষাধিক সুবিধাভোগী নিয়ে কেয়ার বাংলাদেশ এ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।