ক্যাম্পাস-রেস্টুরেন্টে ফ্রি ওয়াইফাই দিচ্ছে ‘আমরা’

হোটেল-রেস্টুরেন্টসহ শহরের বিভিন্ন জনাকীর্ণ স্থান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই জোন চালুর উদ্যোগ নিয়েছে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘আমরা’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2016, 03:52 PM
Updated : 2 Feb 2016, 04:07 PM

সারা দেশে এক হাজার ৫০০ এর বেশি স্থানে বিনামূল্যে ওয়াই-ফাই হটস্পট সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে ‘আমরা’ কাজ শুরু করেছে বলে মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা ও চট্টগ্রামের ১০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ‘আমরা’ ওয়াই-ফাই হটস্পট জোন তৈরি করেছে।

“ফেব্রুয়ারি মাসে আরও ২৫টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়াই-ফাই হটস্পট স্থাপন করা হবে।” 

‘আমরা স্মার্ট সলিউশন্স’র প্রধান নির্বাহী ইন্তেখাব মাহমুদ বলেন, “আগামী বছরগুলোতে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের চাবি হচ্ছে তরুণ প্রজন্ম। এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সবার হাতের নাগালে ইন্টারনেট নিশ্চিত করতে হবে”।

সবার হাতের নাগালে ইন্টারনেট নিশ্চিত করতে ‘আমরা কোম্পানিজ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান ইন্তেখাব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমরা’ ওয়াই-ফাই হটস্পট জোনে সকল স্মার্টফোন ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে ফ্রি ওয়াই-ফাই সেবা ব্যবহার করতে পারবেন।

জনপ্রিয়তার ভিত্তিতে রেস্টুরেন্ট, কফিশপ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শপিং মল ও অবসর যাপনের জায়গাগুলোয় এ হটস্পট সেবার জন্য বেছে নেওয়া হবে।