দুদিনের আউটসোর্সিং সম্মেলন শুরু ৯ ডিসেম্বর

আগামী ৯ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে দুদিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং সম্মেলন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 04:13 PM
Updated : 1 Dec 2015, 04:13 PM

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বিপিও সামিট ২০১৫’ নামে এই সম্মেলনের আয়োজক সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; কো-স্পন্সর হিসাবে রয়েছে এডিএন গ্রুপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিওকে মূল মাধ্যমে নিয়ে আসা, দেশের তরুণ-তরুণীদের বেশি করে এই খাতে আগ্রহী করে তোলা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বিপিও সেক্টরের অবস্থানকে তুলে ধরার লক্ষ্য নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

“বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) বিশ্ববাজারে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশে টেরেস্ট্রিয়াল ইন্টারনেট ক্যাবল সংযোগ, থ্রিজি সম্প্রসারণ এবং ডিজিটাল বাংলাদেশ কর্মসূচীর ফলে দেশে এবং বিদেশে আউটসোর্সিং কাজে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে।’

এই সম্মেলন তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে এগিয়ে নিতে বড় ভুমিকা পালন করবে বলে আশা করছে আয়োজকরা।