বিশেষ সুবিধার ‘ইতিবাচক প্রভাব’ পুঁজিবাজারে

পুঁজিবাজার চাঙ্গা করতে বিভিন্ন সময়ে দেওয়া ‘বিশেষ সুবিধা’ অব্যাহত রাখার ঘোষণার পরদিনই তার ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 10:32 AM
Updated : 1 Dec 2015, 10:32 AM

সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই বাজারেই সূচক বেড়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ২৩ কোটি টাকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজার চাঙ্গা করতে বিভিন্ন সময়ে দেওয়া বিশেষ সুবিধা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই ঘোষণার ইতিবাচক প্রভাব আছে বাজারে।”

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২২ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন ২২ কোটি ৯১ লাখ টাকা বেড়ে এদিন ৪৭৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- ইফাদআটোস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিল এবং কেডিএসএল লিমিটডে।

মঙ্গলবার সিএসইর সার্বিক সূচক ১২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৩১ পয়েন্টে উঠেছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার, আগের দিন হয়েছিল ৩১ কোটি ৭৭ লাখ টাকার।

এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৬১টি ও অপরিবর্তিত রয়েছে ৪০টির ।

পুঁজিবাজার চাঙ্গা করতে বিভিন্ন সময়ে দেওয়া ‘বিশেষ সুবিধা’ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সোমবার জানায়, বাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ২০ শতাংশ কোটার মেয়াদ আরও এক বছর বাড়ানোর হয়েছে।

এছাড়া মার্জিন রুলস স্থগিতাদেশে এবং প্রভিশনিং সংরক্ষণের মেয়াদও বাড়ানো হয়েছে এক বছর করে।

সোমবার সংস্থার চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে কমিশনের ৫৬০তম সভায় এসব সিদ্ধান্ত হয়।