বঙ্গজের মুনাফা কমার খবরে কমেছে শেয়ার দরও

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেডের প্রথম প্রান্তিকে মুনাফা কমার খবরে কমেছে কোম্পানিটির শেয়ার দরও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 06:11 AM
Updated : 30 Nov 2015, 06:11 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মুনাফা কমার ওই তথ্য দেওয়ার পর বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়লেও বিরূপ প্রভাব পড়ে বঙ্গজ লিমিটেডের শেয়ারে।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বঙ্গজের শেয়ার প্রতি মুনাফা প্রায় ৩৫ শতাংশ কমে ১ টাকা ৩৬ পয়সা থেকে ৮৯ পয়সা হয়েছে।

এই খবরে সোমবার বেলা ১১টা পর্যন্ত বঙ্গজের শেয়ারের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ কমে যায়, তখন প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছিল ২৫৪ টাকায়।

রোববার কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২৬৩ টাকা ৯০ পয়সা।

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে দর ছিল ২৬০ টাকা।