স্যামসাং ইলেক্ট্রনিক্সের সনদ পেল ৭২ জন

৭২ জন অ্যারাইজ প্রোগ্রাম গ্রাজুয়েটদের সনদ দিয়েছে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 04:51 PM
Updated : 29 Nov 2015, 04:51 PM

রোববার রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম ব্যাচের শিক্ষার্থীরা সনদ গ্রহণ করে।

দেশের সেবা শিল্পের জন্য দক্ষ জনশক্তি সৃষ্টি ও কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে মৌলিক কারিগরি দক্ষতা ও ব্যক্তিত্ব উন্নয়নের লক্ষ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যারাইজ (অ্যাডভান্সড রিপেয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্কিল এনহ্যান্সমেন্ট) নামের ৬ মাসমেয়াদী এই প্রোগ্রাম চালু করা হয়।

এর আওতায় ল্যাবরেটরিটিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ উপাদান দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে স্যামসাং ইনস্টিটিউট।

এছাড়া কোর্স শেষ হওয়ার পর শিক্ষার্থীদের স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে ১ মাসের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, স্যামসাং ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চুন সু মুনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।