উত্তরায় প্রাণ-আরএফএলের নতুন আউটলেট চালু

রাজধানীতে বিভিন্ন ধরণের গৃহস্থালি পণ্যের নতুন বিক্রয়কেন্দ্র চালু করেছে প্রাণ-আরএফএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 04:40 PM
Updated : 29 Nov 2015, 04:40 PM

রোববার উত্তরার ১৪ নং গাউসুল আজম অ্যাভিনিউতে ‘বেস্ট বাই’য়ের আউটলেট উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী ১০০তম আউটলেটটি উদ্বোধন করেন ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ার, টেবিল, জগ, বালতি, টুল ও গ্যাসের চুলাসহ যাবতীয় গৃহস্থালি পণ্য ছাড়াও ইটালিয়ানো ব্র্যান্ডের মেলামাইন, দুরন্ত ব্র্যান্ডের বাইসাইকেল, গুডলাক স্টেশনারি পণ্য ও ভিশন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যও এই আউটলেটে বিক্রি করা হবে।

এসময় আরএফএলের চেয়ারম্যান মাহ্তাবউদ্দিন আহমেদ, পরিচালক আর এন পল, বেস্ট বাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন বিশ্বাস, বিপণন কর্মকর্তা মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

রাজধানীর ওয়ারী, মালিবাগ-চৌধুরী পাড়া, মৌচাক, শেওড়াপাড়া, যাত্রাবাড়ী, সাভার, পোস্তগোলা, নবাবপুর, টঙ্গী, বসুন্ধরা, সূত্রাপুর, লালবাগ, আজিমপুর, মিরপুর, আদাবর, মুগদা, রামপুরা ও বাড্ডায় এবং সব বিভাগীয় শহরে ‘বেস্ট বাই’য়ের আউটলেট চালু আছে।