কক্সবাজারে অনুষ্ঠিত হল এভিয়েশনের প্রথম মিলনমেলা

ট্রাভেল এজেন্ট ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হল ‘কাস্টমার সাকসেস সামিট’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 01:09 PM
Updated : 29 Nov 2015, 03:12 PM

শুক্রবার শহরের ওশান প্যারাডাইজ হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৪০০ অংশগ্রহণকারী নিয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে প্রথমবারের মতো “কাস্টমার সাকসেস সামিট’ নামে এই মিলনমেলা হল।

অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃক তিনটি ট্রাভেল এজেন্সিকে ‘টপ ন্যাশনওয়াইড সেলার অব দ্য ইয়ার” নির্বাচিত করা হয়েছে।

চ্যাম্পিয়ান অব দ্য ন্যাশনওয়াইড সেলার হয়েছে চট্টগ্রামের বি ফ্রেশ, ফার্স্ট রানার আপ হয়েছে যশোরের টেকঅফ ট্রাভেলস ও সেকেন্ড রানার আপ হয়েছে ঢাকার ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন (আইটিসি)।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৭৬ আসনবিশিষ্ট তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে, যা দিয়ে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।