চট্টগ্রামে জুনিয়র চেম্বারের নতুন নেতৃত্বের অভিষেক

তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার চট্টগ্রাম কসমোপলিটনের নতুন নেতৃত্বের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 11:48 AM
Updated : 29 Nov 2015, 01:15 PM

বন্দর নগরীর রেডিসন ব্লু চিটাগাং বেভিউতে শনিবার রাতে হওয়া অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ছিলেন প্রধান অতিথি।

মেয়র তরুণদের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা সম্ভব।

“আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে যে কোনো কাজে সফল হওয়া যায়। আমাদের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছিল তাদের অধিকাংশই তরুণ ছিলেন। একাগ্রতা নিয়ে তরুণদের কাজ করে যেতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট, বিদায়ী সভাপতি শিহাব মালেক অনুষ্ঠানে ছিলেন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের ২০১৬ সালের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মেফ স্যুজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জসিম উদ্দিন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-গিয়াস উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট- মারজানুর রহমান ও শফিউল আলম রানা, সেক্রেটারি জেনারেল-মঈন হোসাইন, ট্রেজারার- নুর ই জান্নাত, জেনারেল লিগ্যাল কাউন্সিলর-মাশফিক আহমেদ রুশহাদ, পরিচালক-জুনাইয়েদ ইসদানি রবিন, আশরাফুল আলভী, গোলাম সরওয়ার চৌধুরী, অসীম কুমার দাশ, ফারুক আহমেদ, বি ইউ শাহেদ, মোহাম্মদ রুবাইয়াৎ শাফি ও মো. নুরুজ্জামান।