লেনদেন বেড়েছে ডিএসইতে

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে, লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 10:10 AM
Updated : 29 Nov 2015, 10:10 AM

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮১ পয়েন্টে হয়েছে।

আগের দিনের চেয়ে লেনদেন ৫৬ কোটি ৭৪ লাখ টাকা বেড়ে এদিন ৪০৫ কোটি ২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ারের দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে-ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কেডিএসএল লিমিটেড, এএফসিএগ্রো ও ট্রাস্ট ব্যাংক।

এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সিএসই সার্বিক সূচকও ৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৮৬ পয়েন্টে উঠেছে।

লেনদেন হয়েছে ২৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ৩১ কোটি ৮৭ লাখ টাকা।

এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১৭টি ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির।