আগরতলা ছাড়ল চার দেশের মৈত্রী মটর শোভাযাত্রা

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) মৈত্রী মটর শোভাযাত্রা চট্টগ্রামের উদ্দেশ্যে আগরতলা ছেড়েছে।

ত্রিপুরা প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2015, 12:10 PM
Updated : 28 Nov 2015, 12:10 PM

শনিবার ত্রিপুরার মুখ্য সচিব ওয়াই পি সিং তৃতীয় পর্যায়ের এই শোভাযাত্রাকে রাজধানী থেকে বিদায় জানান।

চার নারীসহ ৭৭ জন যাত্রীবাহী ২০টি জিপের বহরটি শুক্রবার রাতে আসামের শিলচর থেকে আগরতলায় পৌঁছালে রাজ্য সরকার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রথম পর্যায়ের শোভাযাত্রা গত ১৫ নভেম্বর ভুবনেশ্বর থেকে যাত্রা শুরু করে। যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করে উড়িষ্যার কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাব, প্রতিবেশী দেশগুলোর ক্লাব ও ভারত সরকারের সড়ক পরিবহণও মহাসড়ক মন্ত্রণালয়।

চলতি বছরের ১৫ জুন বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণে মোটরযান চুক্তি’ চুক্তি হয়।

তৃতীয় পর্যায়ের শোভাযাত্রায় অন্যদের মধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নীরোদ চন্দ্র মণ্ডল, নেপালের প্রতিনিধি দশরথ বিশাল ও ভুটানের প্রতিনিধি তেশিয়াং রিনজেন।