নারায়ণগঞ্জে হবে লিন্ডের নতুন গ্যাস প্ল্যান্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অত্যাধুনিক এয়ার সেপারেশন ইউনিট (এএসইউ) নির্মাণ করবে তরলীকৃত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 01:45 PM
Updated : 26 Nov 2015, 01:45 PM

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল সারিনাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

লিন্ডের সাউথ এশিয়ান বিজনেসের কান্ট্রি ক্লাস্টার প্রধান মলয় ব্যানার্জী বলেন জানান, এটি থেকে প্রতিদিন ১০০ টন তরলীকৃত গ্যাস উৎপান করা হবে।

“২০১৭ সাল থেকে এই ইউনিটটি উৎপাদন শুরু করবে, যা থেকে স্বাস্থ্যসেবা, ফুড অ্যান্ড বেভারেজ, ফ্যাব্রিকেশন, ফার্মাসিউটিকেল, জাহাজ ভাঙা ও  জাহাজ নির্মাণ শিল্পে গ্যাস সরবরাহ করা হবে।

“এটি হবে আধুনিক ও স্বয়ংক্রিয়। এটি নির্মাণে মোট বিনিয়োগ ধরা হয়েছে ১২৪ কোটি টাকা। নতুন এ প্ল্যান্ট উৎপাদনে গেলে দেশে লিন্ডের উৎপাদন দ্বিগুণেরও বেশি হবে।”

একই স্থানে একটি ‘অত্যাধুনিক প্রযুক্তির’ সিলিন্ডার ফিলিং সাইট নির্মাণের কথাও জানান তিনি।

১৯৫০ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা লিন্ডের  তেজগাঁও, রূপগঞ্জ ও শীতলপুরে তরলীকৃত গ্যাস উৎপাদন কেন্দ্র রয়েছে।

নতুন ইউনিট স্থাপনের কারণ ব্যাখ্যা করে মলয় বলেন, “বাংলাদেশের অর্থনীতি দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে, যার কারণ দ্রুত শিল্পায়ন ঘটছে। একটি দেশে ইন্ডাস্ট্রি যত বৃদ্ধি পাবে তরলীকৃত গ্যাসের চাহিদাও তত বাড়বে।

“আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রেতাদের ব্যবসা বড় হচ্ছে। তাই আমরা মনে করছি, আমাদেরও বিনিয়োগ বাড়ানো উচিৎ।”

লিন্ডে কর্মকর্তারা জানান, নতুন এয়ার সেপারেশন ইউনিট নির্মাণে লিন্ডে গ্রুপের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহার করা হবে, যার কারণে এটি হবে জ্বালানিসাশ্রয়ী।