মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি: বন্দরে ৯ কন্টেইনার গ্লাস জব্দ

মিথ্যা তথ্য দিয়ে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বন্দরে ফ্লোট গ্লাসের নয়টি কন্টেইনার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 11:50 AM
Updated : 26 Nov 2015, 11:50 AM

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে উপ-পরিচালক জাকির হোসেন জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে কোটি টাকা মূল্যমানের ২৩৬ টন ফ্লোটগ্লাস জব্দ করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এম এফ ইন্টারন্যাশনালের মাধ্যমে স্বচ্ছ গ্লাসের কথা (ক্লিয়ার ফিগারড গ্লাস) বলে এসব ফ্লোট গ্লাস চীন থেকে আমদানি করেছে জে এ এন্টারপ্রাইজ, শাহ আমানত এন্টারপ্রাইজ ও রুনা এন্টারপ্রাইজ।

শুল্ক কর্মকর্তা জাকির বলেন, স্বচ্ছ গ্লাসের ক্ষেত্রে ৯০ দশমিক ৮৬ শতাংশ শুল্ক দিতে হয়। অথচ ফ্লোট গ্লাস এর ক্ষেত্রে এ হার ১২৯ দশমিক ৫৮ শতাংশ।

মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান প্রায় ২৩ লাখ টাকার মতো শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে বলে জানান তিনি।