শেয়ারবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই শেয়ারবাজারে সূচক বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 10:29 AM
Updated : 26 Nov 2015, 10:29 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে উঠে।

তবে লেনদেন আগের দিনের চেয়ে ৩৯ কোটি ৫৬ লাখ টাকা কমে ৩৪৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

এই বাজারে লেনদেনে থাকা ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ারের দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হল- আল-বারাকা ব্যাংক, কাশেম ড্রাইসেল, সাইফ পাওয়ার, ইফাদ অটোস এবং স্কয়ার ফার্মা।

এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সিএসই সার্বিক সূচক সিএএসপিআইও ২৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৭৯ পয়েন্টে উঠে।

লেনদেন হয় ৩১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ২৪ কোটি ৮৩ লাখ টাকা।

এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২০টি ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির।