পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের উভয় শেয়ারবাজারে সূচক এবং লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 10:23 AM
Updated : 25 Nov 2015, 10:23 AM

বুধবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইইএক্স ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৮ পয়েন্ট হয়েছে।

এদিন আগের দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৫৫ কোটি ১৯ লাখ টাকা; মোট লেনদেনের পরিমাণ ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকা।

লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ারের দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, কেডিএসএল, আলবারাকা ব্যাংক ও বেক্সিমকো ফার্মা।

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচকও ১৮ পয়েন্ট কমে ১৪ হাজার ২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হয়েছে ২৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ২৬ কোটি ২৬ লাখ টাকা।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২৪টি ও অপরিবর্তিত রয়েছে ২৮টির।