বাদলের ব্যাংক-তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক

লুৎফর রহমান বাদল এবং তার মালিকানা আছে এমন ১২টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 03:45 PM
Updated : 24 Nov 2015, 03:46 PM

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদলকে অপসারণের এক মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।    

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে দেশে কার্যরত সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি পাঠিয়ে এই নির্দেশনা দেওয়া হয়।   

বাদল এবং তার প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের তথ্য সাত দিনের মধ্যে পাঠাতে বলেছে বিএফআইইউ।

যেসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে- ফুড চেইন এশিয়া লিমিটেড, ন্যাশনাল মার্চেন্ট পাওয়ার অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড, হাটবাজার, নূরানী হিমাগার লিমিটেড, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, ডায়াপার লিমিটেড, নিউ ইংল্যান্ড ইক্যুইটি লিমিটেড, লতিফ সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা-সাংহাই সিরামিকস লিমিটেড, গাজী ট্যাংকস ক্রিকেটারস লিজেন্ড অব রূপগঞ্জ, গ্রামীণ সাইবার নেট লিমিটেড ও শোর ক্যাপ হোল্ডিংস লিমিটেড।

এসব প্রতিষ্ঠানের নামে বর্তমানে বা আগে পরিচালিত যে কোনো হিসাব থাকলে তার হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, হিসাব খোলা থেকে হালনাগাদ লেনদেনের বিবরণী চেয়েছে বিএফআইইউ।

লুৎফর রহমান বাদল

গত ২৯ অক্টোবর বাদলকে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

গাজীপুরের জয়দেবপুর থানার নাশকতার মামলায় পুলিশের খাতায় পলাতক রয়েছেন বাদল।

বাংলাদেশের আর্থিক খাতে আলোচিত নাম বাদল। বলা হয়, পুঁজিবাজার থেকেই বিত্তশালী হয়ে ওঠেন তিনি। পুঁজিবাজারে কারসাজির ঘটনায় বিভিন্ন সময়ে তার নাম এসেছে।

আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের নেতাদের সঙ্গেই ব্যবসা রয়েছে বাদলের।