১১ কোটি টাকার শুল্ক ফাঁকি, আমদানিকারকের বিরুদ্ধে মামলা

রপ্তানির জন্য কাঁচামাল আমদানি করে দেশের বাজারে বিক্রির মাধ্যমে ১১ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 09:52 AM
Updated : 24 Nov 2015, 09:52 AM

মঙ্গলবার ‘লিবার্টি এন্টারপ্রাইজের’ বিরুদ্ধে কাস্টমস বন্ড কমিশনারের কাছে মামলা করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ডেড অয়ারহাউস সুবিধা নিয়ে লিবার্টি এন্টারপ্রাইজ প্রায় ৪৬ কোটি টাকার পলি পাইলিং রেসিন (পিপি) ও ডুপ্লেক্স বোর্ডসহ বিভিন্ন ধরনের ‘পলিফিল্ম’ আমদানি করেছে।

“প্রতিষ্ঠানটি এসব পণ্য খোলাবাজারে বিক্রি করে ১১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে।”

একদিন আগে এরই সহযোগী প্রতিষ্ঠান ‘সানরাইজ অ্যাক্সেসরিজের’ বিরুদ্ধে একই অভিযোগে মামলা হয়।

হাটহাজারীর উপজেলার দক্ষিণ পাহাড়তলীতে অবস্থিত দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন চট্টগ্রামভিত্তিক ব্যবসায় গোষ্ঠী লিবার্টি গ্রুপের মালিক মো. ইলিয়াস মিয়া, যিনি সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের একজন পরিচালক।

‘সানরাইজ এক্সেসরিজের’ বিরুদ্ধে প্রায় তিন কোটি ৭৫ লাখ টাকার বিভিন্ন ধরনের পলিফিল্ম খোলাবাজারে বিক্রি করার অভিযাগ আনা হয়েছে।