লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারেই

হরতালের মধ্যে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 09:38 AM
Updated : 23 Nov 2015, 09:40 AM

সোমবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইইএক্স ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৫ পয়েন্ট হয়েছে।

এদিন ৫৮৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫৫ কোটি ৬৩ লাখ টাকা বেশি।

লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ারের দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- সিমট্যাক্স, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ার ও ইফাদ অটোস।

চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সিএসই সার্বিক সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ৩১ কোটি ৩ লাখ টাকা।

এ বাজারে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১০৫টি ও অপরিবর্তিত রয়েছে ২৫টির।